কুসংস্কারের বশে ৭ নম্বর জার্সি? ব্যাখ্যা দিলেন ধোনি
ভারতের হয়ে অভিষেকের সময় কারও সঙ্গে আলোচনা না করেই ৭ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ৭ নম্বর জার্সি ব্যবহার নিয়ে অনেকেরই মনে প্রশ্ন ছিল। এই ব্যাপারে ভারতের এই প্রাক্তন অধিনায়ককে বহুবার নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাহলে কি কোনও কুসংস্কারের বশেই ৭ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি? না, এমন ভাবার কোনও কারণ নেই। ৭ নম্বর সংখ্যার জার্সি কেন পছন্দ করেছিলেন, সেই ব্যাখ্যা ধোনি।আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের মালিকানা ইন্ডিয়া সিমেন্টের। এই সংস্থা সম্প্রতি ধোনির একটা ভিডিও ক্লিপিংস সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করেছে। সেই ভিডিওতে ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কাম মেন্টর ধোনি বলেছেন, অনেকের মনে হতে পারে ৭ নম্বর আমার কাছে লাকি সংখ্যা। এটা ভাবার কোনও কারণ নেই। আমি এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা খুব সাধারণ কারণে। ৭ জুলাই আমার জন্ম। বছরের ৭ নম্বর মাসের এটা ৭ নম্বর দিন। এটাই আমার ৭ নম্বর জার্সি বেছে নেওয়ার আসল কারণ।৭ নম্বর জার্সি বেছে নেওয়ার জন্য অন্য কারও সঙ্গে আলোচনা করেননি বলেও জানিয়েছেন ধোনি। এমনকি এই সংখ্যা বেছে নেওয়ার জন্য অন্যকিছুও ভাবেননি। মাথায় শুধু নিজের জন্ম তারিখ ও জন্ম মাস মাথায় রেখেছিলেন। এই প্রসঙ্গে ধোনি বলেন, জার্সির ৭ নম্বর সংখ্যা বেছে নেওয়ার জন্য কোনও কিছু ভাবিনি। কারও সঙ্গে আলোচনাও করিনি। শুধু জন্মদিনের তারিখটাকেই ব্যবহার করেছিলাম।জার্সিতে ৭ নম্বর সংখ্যা ব্যবহার নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ধোনিকে। একেক জনকে একেক রকম উত্তর দিয়েছেন তিনি। সেই কথাও ভিডিওতে তুলে ধরেছেন ধোনি। তিনি বলেন, আমি আগেই ঠিক করেছিলাম জার্সিতে জন্মদিন ব্যবহার করব। এই ব্যাপারে আমাকে যতবার কেউ জিজ্ঞেস করেছে, আমি এক একরকমের উত্তর দিয়েছি। কাউকে বলেছি ৮১ সালে আমি জন্মেছি.৮ থেকে ১ বাদ দিলে ৭ হয়। তাই এই সংখ্যা বেছে নিয়েছি। আবার কাউকে বলেছি, অনেকেই আমাকে বলেছে ৭ নিরপেক্ষ সংখ্যা। এটা কখনও আমার বিপক্ষে যাবে না। তাই এটা বেছে নিয়েছি। তবে সংখ্যা নিয়ে তাঁর কোনও কুসংস্কার নেই, স্পষ্ট করে দিয়েছেন ধোনি।